পোস্টস

কবিতা

আমার চেতনায় প্রথম- কড়া নেড়েছিল...

৭ জুন ২০২৪

hira talukder

আমার চেতনায় প্রথম- কড়া নেড়েছিল বেশ

উষ্ণ তোষামুদ বিরহীর; বিষ্ময়ে পুলকিত মন

সৃষ্টির আদিলগ্ন যে আমি আপন বক্ষক্ষরিত 

এ সুধায় মিটিয়ে চলেছি, বহু তপ্তের পিয়াস!

মোর অবয়ব শীর্ণ করে বিদীর্ণ করেছি বক্ষ, 

তপ্ত বিরহিত প্রণয়ীর কার্শ্য করতে দূর! 

লোকলয় হতে লোকালয়ে আমি ছুটছি সর্বদা

খুঁজেছি দিবারাত্রি যেখানে আছে বিরহী প্রাণ 

পথিক যেমন খুঁজে ফেরে মরুভূমি মাঝে জল- 

তেমতি আমার দৃষ্টি খুঁজে তাপিতরে অহর্নিশি!

মোর ছিল না কোনো কামনা বাসনার বাগডোর 

প্রাগৈতিহাসিককাল হতে দিয়ে চলেছি নিঃস্বার্থ 

প্রেম সর্ব তপ্ত প্রণয়ীরে কখনো চাইনি কোনো

স্নেহের প্রতিদান কেননা জানি আমি অহেতুক 

কামনায় নেই কোনো ফল!জীবিত আমি নির্জীব।

পরোপকারী করেন উপকার স্বার্থহীন মনে, 

প্রতিদান লাভ হেতু দান করেন অধম জনে। 

 

দান-প্রতিদান