পোস্টস

প্রবন্ধ

বাংলা সাহিত্যে ট্রিলজি

৭ জুন ২০২৪

জিসান আকরাম

মূল লেখক জিসান আকরাম

বাংলা সাহিত্যে ট্রিলজি বা ত্রয়ী রচনার উদাহরন খুব বেশি না হলেও, একেবারে কমও না। নিচে বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য ট্রিলজির উল্লেখ করা হলো-

 

♠ "পথের পাঁচালি”, “অপরাজিত”, “কাজল” - বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের লেখা 
বিখ্যাত অপু ট্রিলজি।

জেনে রাখা ভালো, কাজল উপন্যাসটি লিখেছিলেন বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়।

 

♠ সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম; সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত টাইম ট্রিলজি।

 

♠ সমরেশ মজুমদারের - উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ; বাংলা ট্রিলজির খুব ভালো একটি উদাহরন।

 

♠ বিমল মিত্র লিখেছেন তার বিখ্যাত ট্রিলজি — কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম ও একক দশক শতক।


♠ শংকর এর একটি বিখ্যাত ট্রিলজি হচ্ছে- জন অরন্য, সীমাবদ্ধ, আশা আকাঙ্ক্ষা।

 

♠ ঘরের মধ্যে ঘর, চৌরঙ্গী, কত অজানারে - শংকরের আরো একটি বিখ্যাত ট্রিলজি।


♠ স্থানিয় সংবাদ, সুবর্ন সুযোগ, বোধদয়– শংকর এর আরেকটি বিখ্যাত ট্রিলজি।


♠ গজেন্দ্রকুমার মিত্রের কলকাতার কাছেই, উপকন্ঠে, পৌষ ফাগুনের পালা- বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্রিলজি ও সম্পদ।


♠ অতীন কুমার লিখেছেন তার বিখ্যাত ট্রিলজি- নীলকন্ঠ পাখির খোঁজে, অলৌকিক জলযান, ইশ্বরের বাগান।


♠ প্রফুল্ল রায় এর কেয়াপাতার নৌকা, শতধারায় বয়ে যায় ও উত্তাল সময়ের ইতিকথা।


♠ শওকত আলীর দক্ষিনায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন- আরেকটি বিখ্যাত ত্রয়ী।


♠ আশাপূর্ণা দেবী লিখেছেন সত্যবতী ট্রিলজি— 'প্রথম প্রতিশ্রুতি', 'সুবর্ণলতা', 'বকুলকথা'।


♠ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন- ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।


♠ আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ট্রিলজি।


♠ আবু জাফর শামসুদ্দীন লিখেছেন- ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন।


♠ একদা, অন্যদিন, আর একদিন- গোপাল হালদারের লেখা ত্রয়ী রচনা।


♠ সাম্প্রতিক সময়ে শরীফুল হাসান এর সাম্ভালা সিরিজ খুব সাড়া ফেলেছে।

 

♠ নবীনচন্দ্র সেন লিখেছেন ত্রয়ী মহাকাব্য- রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস।

 

♠ আবার কোন লেখার ৪ টি পাঠ থাকলে তাকে টেট্রালজি বলে, সে হিসেবে সমরেশ মজুমদার লিখেছেন টেট্রালজি- উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌষলকাল।