পোস্টস

গল্প

নিও-টোকিওর হারানো শহর

৭ জুন ২০২৪

Joy Sarker

নিও-টোকিও শহরে, আলো ঝলমলে রাস্তার নিচে গলির এক কোঠায় থাকত আন্যা। সে পুরনো যন্ত্রপাতি নিয়ে কাজ করতো, বড় বড় কোম্পানির চকচকে যন্ত্রের চেয়ে সে ভাঙা জিনিস ঠিক করতেই বেশি ভালোবাসত।

একদিন, বৃষ্টির রাতে আন্যার কাছে এল কাই। সে ছিল এক বিদ্রোহী, বড় কোম্পানির জুলমের বিরুদ্ধে লড়াই করত। তার কাছে ছিল একটি বিশেষ যন্ত্রের টুকরো, যা এক লোকশ্রুতির শহরের মানচিত্র দেখাতে পারত। সেই শহরে কোম্পানির লোকেরা যায় না।

আন্যা কাইকে সাহায্য করতে রাজি হল। তারা সেই যন্ত্রের টুকরো ঠিক করে মানচিত্র বের করল। কিন্তু কোম্পানির লোকজন তাদের ধরে ফেলার চেষ্টা করল। আন্যা তার কাছে থাকা আজব জিনিস দিয়ে পালিয়ে গেল।

অবশেষে, তারা সেই লোকশ্রুতির শহরে পৌঁছাল। সেখানে মানুষ সুখে শান্তিতে থাকত। আন্যা সেখান থেকে বড় কোম্পানির লোকদের জুলমের বিরুদ্ধে লড়াই করার বার্তা পাঠাল। নিও-টোকিওর মানুষজন সেই বার্তা শুনে বিদ্রোহ শুরু করল।

শেষে, আন্যার সাহায্যে মানুষজন কোম্পানির জুলম থেকে মুক্তি পেল। আলো ঝলমলে রাস্তাগুলো আর কোম্পানির অধীনে থাকল না, বরং সেগুলো হলো সবার নিজের শহর।