পোস্টস

গল্প

প্রভু-ভৃত্য (প্রিমিয়াম)

৮ জুন ২০২৪

পার্থসারথি

কণিকা ও বেগম দুজন খেলার সাথী। কিন্তু ভাগ্যের বাস্তবতায় একজন প্রভু আর অন্যজন ভৃত্য হয়। আর তারপরই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। যেখানে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল।। ... আজকের ঘটনায় বেগম কণিকার গায়ে হাত তোলেনি। বেগমকে ভীষণ বিশ্রীভাবে মারছিল কণিকা। নিজেকে ছাড়াতে গিয়ে কণিকাকে ধাক্কা দিয়ে সরাতে চেয়েছিল। কিন্তু কণিকা ধপাস করে মেঝেতে পড়ে গেল। তারপরই গৃহকত্রী রুবিনা আখতার মনের খায়েসে হাত চালালেন বেগমের উপর।
আহত শরীর ও মন নিয়ে বেগম এখনও চুপচাপ মেঝেতে বসে আছে। কণিকা এক ঘা বেগমের পিঠে বসিয়ে ভোঁ দৌঁড়ে অন্য রুমে চলে গেল। বেগমের এতক্ষণের ভাবনার জগতে ছেদ পড়ল। ভাবনার জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিল বেগম। কিলটা পিঠে ভীষণ লেগেছে। কিন্তু সামান্যতম বহিঃপ্রকাশ করে নি বেগম। শুধু বাতাসে বাতাসে ধ্বনিত হয়ে বাজতে লাগল- তুমি আমার ভৃত্য আর আমি তোমার প্রভু। বেগম শুধু এতটুকুই অনুভব করল- সে ভৃত্য আর কণিকা প্রভু। কণিকার উপর হাত তোলা মানে পেটের ভাতে টান দেয়া। কোথায় যেন একটা অদৃশ্য বাঁধা চোখের সামনে। চোখের সূক্ষতম কুদৃষ্টিও যেন প্রভুর গায়ে আঁচড় কাটতে পারে না।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।