পোস্টস

গল্প

যে মেঘ বৃষ্টির ছোঁয়া পায়নি (প্রিমিয়াম)

৮ জুন ২০২৪

পার্থসারথি

জাতপাত প্রথা এখনও হিন্দু সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এটা ক্যান্সারের মতো বাসা বেঁধে আছে। আর এই অপয়া অক্ষয় রোগে অপমানিত হয়ে রাগে, ক্ষোভে, দুঃখে আর অপমানে হাজারো দীপা নিজেকে দুঃখের কুণ্ডলীতে বিসর্জন দিচ্ছে।…ভীষণ কষ্ট হচ্ছে ওর মায়ের এই অবহেলা দেখে। একবার তাকায়নি পর্যন্ত! অভিমানে ঠোঁট জোড়া ফুলে ওঠল কুন্তলের। সে মনে মনে নিজের সাথে কথা বলল- আমাকে একটুও আদর করলো না। আমি আর কোনদিন কথা বলবো না।– এই ভেবে অভিমান ভরা বুকে কুন্তল বাড়ির দিকে পা বাড়ালো। এরপর থেকে আর কোনদিন ওর মায়ের কথা ঠাকুরমাকে কখনও জিজ্ঞ্যেস করেনি। অভিমান মনের মধ্যে পুষে রেখে নিজেই কষ্ট পাচ্ছে। যেমন পাচ্ছে ওর মা দীপা বর্মণ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।