পোস্টস

চিন্তা

দেখে নিলাম বেবি রেইনডিয়ার

৮ জুন ২০২৪

নূহা চৌধুরী

মূল লেখক নূহা চৌধুরী

অনেক অনেক রিভিউ দেখার পর দেখেই নেয়া হল Netflix এর তুমুল জনপ্রিয় সিরিজ Baby Reindeer। গল্পটা রিচার্ড গ্যাডের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স এক স্টকার কে নিয়ে যেখানে রিচার্ড চরিত্র কে আমরা পাই ডনি ডান হিসেবে। শুরুতে যতটুকু মার্থা স্টকের গল্প মনে হচ্ছিলো সময়ের সাথে সাথে তা অনেক বেশি ডনি ডান নামের উঠতি কমেডিয়ানের বলেই মনে হয়েছে। মানব মন এক অদ্ভূত চোরাবালি। ঠিক কোন ঘটনার জন্য আমাদের মন পরবর্তীতে কার সাথে কীভাবে আচরণ করবে তা কেউ নির্ধারণ করতে পারে না। নিজেকে জাহির করতে, হয়ত কিছুটা অ্যাটেনশন পেতেই যাকে জীবনে জায়গা দেয়া উচিত নয় তাকে জায়গা দিয়ে ফেলি। মনে হয় এ জীবনে থাকলে হয়তো খারাপ হতো না। খানিক মানসিক সুখের জন্য এমন সব কাজ করে ফেলে মানুষ, এমন অবসেশনের শুরু হয় যার পরিণতি শুধুই ট্রমা। জীবনে কখন কাকে স্বাগতম জানাতে হবে তা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। তাই নির্দোষ এক কাপ চা অফার কখন তুমুল যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। বেবি রেইনডিয়ার আমার জন্য ভীষণ ডার্ক মনস্তাত্বিক ৭ এপিসোডের জার্নি ছিল। শেষ হবার পর ও তাই মনটা ভারী হয়ে আছে।