পোস্টস

গল্প

বিরাণভূমি (প্রিমিয়াম)

৮ জুন ২০২৪

পার্থসারথি

মানুষ শিক্ষিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে, সফল হচ্ছে পাশাপাশি দিনকে দিন মানুষ একাকি হচ্ছে, নিঃসঙ্গ হয়ে যাচ্ছে আর পরিণামে দুর্বিষহ হচ্ছে আমাদের শেষ বয়সের জীবন। এই উপজীব্য নিয়েই এই ছোটগল্প- দুর্গন্ধটা ক্রমশঃ প্রকট হচ্ছে। পথচারী অথবা প্রতিবেশী নাক চাপা দিয়ে বাড়িটা পেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু দুর্গন্ধটা ছড়াতে ছড়াতে যখন সবাইকে অতিষ্ঠ করে তুলল, তখন একে একে অনেকেই মানববাবুর বাড়িটার সামনে এসে জড়ো হলো। সবাই বলাবলি করতে শুরু করছে যে, নিশ্চয়ই মানববাবুর বাড়ির ভেতর হতেই এই দুর্গন্ধটা বেরোচ্ছে। কিন্তু সব দরজা জানালা বন্ধ। কী করা যায় এখন?...

এটি একটি প্রিমিয়াম পোস্ট।