Posts

গল্প

ত্রিকালের চাকা (Premium)

June 8, 2024

পার্থসারথি

0
sold
করোনাকালীন মানুষজন কতটা অসহায় হয়ে পড়েছিল, আবার কেউ কেউ সহায়তার হাত বাড়িয়ে অন্যকে রক্ষা করেছিল তারই বাস্তবচিত্র এই গল্প।---আকাশ বাবু চিন্তায় ডুবে আছেন করোনা কোনদিন শেষ হবে। তারপর চাকরি খুঁজবেন অথবা আরো অপেক্ষা। দুঃশ্চিন্তায় মাথার ভেতর কালো মেঘের ঘনঘটা। আর রফিকও চিন্তিত অনিশ্চিত দিনের আচমকা হানায়। দিন ঘুরছে তিন চাকার রিকসায় ত্রিকালের আবর্তে। আকাশ বাবু চিন্তাক্লিষ্ট মনে ব্যাগ হাতে ঘরে প্রবেশ করেন নিশ্চিত বসবাসের জন্য। নিশ্চিত বসবাস নিঃশ্বাসে নিঃশ্বাসে পেন্ডুলামের মতো দুলছে সেকেন্ড, মিনিট আর ঘন্টায়; অতীত, বর্তমান আর ভবিষ্যৎ; তিনটি সময়ে ত্রিকালের চাকা একইভাবে অবিরাম ঘুরছে।...

This is a premium post.

Comments

    Please login to post comment. Login