Posts

গল্প

বসবাস  (ছোটগল্প) (Premium)

June 8, 2024

পার্থসারথি

0
sold
মানুষ আজকাল আধুনিকতার নামে অশান্তিময় জীবনে অজান্তেই জড়িয়ে যাচ্ছে। যা একটা সুস্থ ও সুন্দর সমাজের জন্য কাম্য নয়।---হাত বাড়িয়ে কার্ডটা নেন এবং বলেন- জীবন তুই অনেক ভালো আছিস। আমি সত্যিই মরীচিকার পেছনে ছুটেছি এতদিন। আমার টাকা-পয়সার কোন অভাব নেই। অথচ আমি ভিখারির চেয়েও ভিখারি। আমার আছে বলতে এখন কিছুই নেই।
ধন্যবাদ, দেরিতে হলেও বুঝতে পেরেছিস। জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ানো শালিক অথবা ময়না অথবা টিয়া পাখির সুখ দেখিস। ওরাও সুখী এবং বাস করে সুন্দর সাজানো ঘরে। ভালো থাকিস- এই বলে জীবনবাবু চলে যান।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login