Posts

নিউজ

মুরাকামির নতুন উপন্যাসের ইংরেজি অনুবাদ আসছে নভেম্বরে

June 8, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
498
View

গত বছরের এপ্রিলে জাপানি ভাষায় প্রকাশিত হয়েছিল হারুকি মুরাকামির নতুন উপন্যাস ‘মাচি তো সোনো ফুতাশিকানা কাবে’। দীর্ঘ ৬ বছর পর উপন্যাসটি লিখেছিলেন তিনি। এটির ইংরেজি অনুবাদ চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রকাশিত হবে।  

মুরাকামির এই উপন্যাসের ইংরেজি নাম ‘দ্য সিটি এন্ড ইটস আনসার্টেন ওয়ালস’। বইটি অনুবাদ করেছেন মার্কিন অনুবাদক ফিলিপ গ্যাব্রিয়েল। এটি প্রকাশ করবে যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নোপ। 

এটি একটি প্রেমের গল্প। উপন্যাসের নায়ক ১৭ বছর বয়সী একজন কিশোর। ছেলেটি ১৬ বছর বয়সী একটি মেয়ের প্রেমে পড়ে, যখন তারা উভয়েই একটি প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় জয়লাভ করে।

দ্য সিটি এন্ড ইটস আনসার্টেন ওয়ালস বইটি ১৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হবে।  

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login