পোস্টস

কবিতা

সন্তানের নান্দিপাঠ

৮ জুন ২০২৪

অনিন্দ্য দ্বীপ

বিলুপ্তপ্রায় শামুক যেন এক

খোলসে লুকিয়েছি আত্মা ও মুখ

গারদ বাসে অন্ধ জীবন

কিছুতেই আলোয় তাকাতে পারছি না।

আমারও স্বাধ ছিলো, আহ্লাদে সোহাগে

শামুকীর ঘ্রাণ কবলায় চাষ

মুক্তোর দানার মতো শাদা শাদা ডিমে

একটি ভূট্টার ফল পাহারায় শামুক-শামুকী

একদিন দানাফেঁটে শতক ছানার জন্ম চিৎকার-

আনন্দে পক পক সবুজ ঘাস চিবোতে চিবোতে

হাঁসের ঠোঁট, মাছের ঠোঁট, সাপের মুখে চুমু খেতে খেতে

হাসতে হাসতে মরে যেতে যেতে দেখবো

সূর্যের মতো একটি মোমবাতি জ্বলে

সন্তানের শোক ও ভালোবাসায়...

বিলুপ্তপ্রায় শামুক যেন এক

খোলসে লুকিয়েছি আত্মা ও মুখ

গারদ বাসে অন্ধ জীবন

কিছুতেই আলোয় তাকাতে পারছি না।

আমারও স্বাধ ছিলো, আহ্লাদে সোহাগে

শামুকীর ঘ্রাণ কবলায় চাষ

মুক্তোর দানার মতো শাদা শাদা ডিমে

একটি ভূট্টার ফল পাহারায় শামুক-শামুকী

একদিন দানাফেঁটে শতক ছানার জন্ম চিৎকার-

আনন্দে পক পক সবুজ ঘাস চিবোতে চিবোতে

হাঁসের ঠোঁট, মাছের ঠোঁট, সাপের মুখে চুমু খেতে খেতে

হাসতে হাসতে মরে যেতে যেতে দেখবো

সূর্যের মতো একটি মোমবাতি জ্বলে

সন্তানের শোক ও ভালোবাসায়...