Posts

কবিতা

গাধার সাথে তর্ক

June 9, 2024

MI Shadhin

269
View

গাধা বলে, "ঘাস নীল হয়।" শেয়াল বলে, "না না;
ঘাসের রং যে সবুজ, এটা সকলেরই জানা!"
এমন করে তর্ক চলে সকাল-বিকাল-রাত;
শেয়াল মামার মাথায় এল বুদ্ধি অকস্মাৎ। 
বলল, "চলো এর সমাধান সিংহ সাহেব দেবে!"
গাধা তাতে রাজিও হলো একদমই না ভেবে!

সব বিবরণ শোনার পরে সিংহ সাহেব কয়,
"এই তর্কে শেয়ালই ভুল! গাধার হলো জয়!"
বিচার শেষে রায় শোনাল বনের মহারাজা -
"আমার রায়ে শেয়াল পাবে এক বছরের সাজা!"

শেয়াল মামা শুনল যখন এই অদ্ভুত রায়;
মনে মনে ভাবল এ কি মেনে নেওয়া যায়!
বলল, "মহারাজা! বিচার লাগছে এলোমেলো;
সঠিক বলেও রায়টা আমার বিপক্ষে ক্যান গেল!
সিংহ বলে, " রাগ করো না! মাথা রাখো কুল;
গাধার সাথে তর্কে যাওয়াই তোমার বড়ো ভুল!"

Comments

    Please login to post comment. Login