পোস্টস

গল্প

তৃতীয় লিঙ্গের ঈশ্বর (প্রিমিয়াম)

৯ জুন ২০২৪

পার্থসারথি

সবার কাছে শিশু সপ্তর্ষি তৃতীয় লিঙ্গের সাধারণ সন্তান। এবং দিব্য চোখে তাই দেখছে। আর উপস্থিত তৃতীয় লিঙ্গের দৃষ্টিসীমায় সপ্তর্ষির আসল রূপ অন্যরকম; চোখ বেয়ে আলোর রেখা ঝরছে, দেহ থেকে ঠিকরে বের হচ্ছে দিব্যজ্যোতি, একটা হাত উত্থিত করে শিষ্যদের বলছে- আমি তোদের ত্রাণকর্তা। তৃতীয় লিঙ্গের ঈশ্বর। তোদের উদ্ধার করতেই এই ধরাধামে হাজির হয়েছি। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোন। তারপর এই কথাগুলো মেনে চলবি এবং সবার মাঝে প্রচারও করবি। নয়তো তোরা সমূলে ধ্বংস হয়ে যাবি- এখন থেকে কোন তৃতীয় লিঙ্গের শিশুকে পরিবার থেকে আলাদা করবি না। অন্য সব শিশুদের মতো মা-বাবার আদর-স্নেহে, যত্নে বেড়ে ওঠবে। এই সমাজের সাথেই বেড়ে ওঠবে। তোদের মতো আর কোন সন্তানকে আমি অসহায় দেখতে চাই না। তোদের কী নেই? লিঙ্গ? ওটা ক্ষণিকের মায়া। আমি তোদের পিছুটান মুক্ত করে ছেড়েছি। তোদের এখন সময় সামনে এগিয়ে যাবার। প্রতিটি পরিবারকে সুরক্ষা দিবি। মা-বাবাকে নিজের মতো করে আগলে রাখবি। আগামি শতাব্দীতে এই বিশ্ব আমরা শাসন করবো। বিশ্বে আমাদের সংখ্যা থাকবে নগন্য। কিন্তু শৌর্যে-বীর্যে, জ্ঞানে-বুদ্ধিতে, মায়া-মমতায় পরিপূর্ণ এই তৃতীয় লিঙ্গই হবে বাকিদের ত্রাণকর্তা।...দিব্যজ্যোতির আলোক রেখা উপস্থিত সকল তৃতীয় লিঙ্গের মানুষের মনকে আলোড়িত করল। একটা সূক্ষ্ণ পরিবর্তনের বার্তা রক্তে গেঁথে গেল। সবাই সম্মোহিতের মতো প্রণাম ঠুকে বিদায় নিয়ে চুপচাপ চলে গেল।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।