Posts

গল্প

অনাদি কন্যার গল্প (Premium)

June 9, 2024

পার্থসারথি

0
sold
ভাগ্যের নির্মম পরিহাসে নিজের ঔরসজাত কন্যার সাথে মিলিত হয় আতর আলী! ...আতর আলী ক্রমশঃ দূরত্ব বাড়াচ্ছে।
আঁখি আরও কাছাকাছি হয়ে ব্লাউজের বোতাম খুলে কাছাকাছি হয়ে বলে- আমি তো আপনারই। আসেন।
কোন জবাব নেই।
আঁখি আতর আলীকে খোলা বুকে জড়িয়ে ধরে।
কিন্তু আতর আলী এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। বুকের মধ্যে যেন হাপড় বসানো ; বুকটা ভীষণ ওঠানামা করছে। অসুরি শক্তি যেন হঠাৎ এসে ভর করলো আতর আলীর ওপর। পাপ বোধে তাড়িত হয়ে এক দৌঁড়ে বেরিয়ে এলেন বেশ্যা পাড়া থেকে।
আঁখি অবাক। বুড়ো পাগল হয়ে গেল নাকি !
আঁখি ভাবে, আতর আলী এক নম্বর খদ্দের।আবার এলে আটকাতে হবে।
আতর আলীর ভেতর অন্য কথা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login