Posts

গল্প

শিকার (Premium)

June 10, 2024

পার্থসারথি

0
sold
সাগরের নেশা হলো মেয়েদের ফেইসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে দলবলসহ ভোগ করা। এখন অথৈ হলো ওর শিকার...প্রিয় মানুষটার সাথে আজই প্রথম দেখা হবে। ভাবতেই কেমন একটা অজানা ভালোলাগার রোমাঞ্চ এসে মনটা চঞ্চল করে তুলল। নিজেকে একটু ভালো করেই গুছিয়ে নিচ্ছে অথৈ। যাচ্ছেতাই ভাবে উপস্থিত হওয়া উচিত নয়। মনের মাধুরী মিশিয়ে নিয়ে নিজেকে সাজিয়ে নিলো অথৈ। তারপর মনে মনে গুনগুনিয়ে গানের কলিতে নিজেকে ভাসিয়ে ঘরের বাইরে পা বাড়ায় মনের মানুষের সান্নিধ্যের আশায়। অপর প্রান্তে সাগর ও তার সঙ্গী-সাথীরা গভীর আবেগ নিয়ে উৎকন্ঠায় অপেক্ষায় আছে; নতুন প্রিয়তমা আসবে তো! নতুন শিকার আসবেতো? শিকারের নেশায় সাগরের ভেতর জগৎ উন্মাতাল। তবে পরবর্তী শিকারের আশায় বসে আছে চুপটি করে নেশায় বুদ হয়ে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login