পোস্টস

গল্প

ভালোবাসার উল্টোটান (প্রিমিয়াম)

১০ জুন ২০২৪

পার্থসারথি

কাবেরী সুপনকে স্বপ্ন পুরুষের আসনে বসায়। রাজকুমারী সেজে ভালোবাসার টাট্টু ঘোড়ায় চেপে বসে। ধীরে ধীরে সময়ের সিঁড়ি বেয়ে সুপনের খুব কাছে আসে। সুপনের স্মৃতির জানালায় উঁকি দেয়।
কাবেরী জিজ্ঞ্যেস করে- কেমন আছো সুপন?
সুপনের খুব ইচ্ছে হয় কাবেরীর বাড়িয়ে দেয়া হাত ছুঁয়ে অনেকদূর পথ হাঁটার। কিন্তু মনে মনে উচ্চারণ- এখন দুঃসময় প্রিয়তমা, ভালো থাকার কোনো আকাশ নেই।
কিছু্ক্ষণ নীরবতা !
কাবেরী সময়ের সিঁড়ি ভেঙে কাছে এগিয়ে আসে।
সুপনের শেষ উচ্চারণ- তুমি ভালো থেকো প্রিয়তমা, শুধু তোমার জন্যে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।