Posts

কবিতা

তুমি আসবে বলে

June 10, 2024

মোঃ আলমগীর কবির

70
View

তুমি আসবে বলে; ধুমকেতু ট্রেন 
স্টেশন ছেড়ে যায়নি,
রহিম মাঝি শেষ খেয়াটা, এখনো পাড়ি দেয়নি।

তুমি আসবে বলে; রঙধনুটা 
এখনো ফ্যাকাসে হয়নি, দিগন্তের ওই 
গোধূলি মিলিয়ে যায়নি।

তুমি আসবে বলে; স্মৃতিগুলো 
এখনোও মুছে যায়নি,
মন-দরজা আজও বন্ধ হয়নি।

তুমি আসবে বলে; অপেক্ষার
পালা যে শেষ হয়নি,
আশার প্রদীপ নিভে যায়নি।


তুমি আসবে বলে; পাখিরা 
আজ নীড়ে ফিরে যায়নি,
শিউলি-বকুল ঝরে পড়েনি।

তুমি আসবে বলে; জীবনের 
অংকটা আজও মিলেনি,
এই হৃদয়টা কারোর হয়নি।।

Comments

    Please login to post comment. Login