তুমি হলে সার্বভৌম আমি ফিলিস্তিন
তুমি সেই সার্বভৌম রাষ্ট্র
যে তার জনগনকে করেছে শোষণ
বস্ত্রের নামে কেড়েছে পোশাক
ক্ষুধা নিবারণে পেট এ মেরেছে লাথি
শূন্যে পতাকা উড়িয়ে মানুষ করেছে গুম
স্বাধীনতার নামে করেছে জুলুম
আমি সেই ফিলিস্তিন, সেই অসহায় মাজনুন
যে তার এক টুকরো স্বাধীনতা খোঁজে
দৌড়ে বেড়িয়েছি পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত
খুঁজে বেড়িয়েছি ইনসাফ
যার অসহায়ত্বের সু্যোগ নিয়েছে
কখনো মানুষ কখনো বা রাষ্ট্র
সেই ফিলিস্তিলি যেঁ হারিয়েছে তার সর্বত্র
অধিকার বলতে যেঁ বুঝে শুধুই বেঁচে থাকা
সব হারিয়ে আজ
তুমি স্বাধীন, আমি পরাধীন
তুমি হলে সার্বভৌম, আমি ফিলিস্তিন।