পোস্টস

চিন্তা

মানুষ (প্রিমিয়াম)

১০ জুন ২০২৪

অনির্বাণ আরিফ

পৃথিবীতে মানুষের উৎপত্তি ঘটেছে বিশ লক্ষ বছর আগে। আধুনিক মানুষ (সেপিয়েন্স) এর উৎপত্তি ঘটেছে দুই লক্ষ বছর আগে। মানুষের মধ্যে বহুশ্বেরবাদী চিন্তা এসেছে দশ হাজার বছর আগে। মানুষ একেশ্বরবাদী চিন্তা করতে শিখেছে মাত্র ৫ হাজার বছর আগে। মানুষ ঈশ্বরবিহীন নৈরশ্বরবাদী চিন্তা করতে শুরু করেছে মাত্র পৌনে দুইশো বছর আগ থেকে। মানুষের চিন্তা ক্রমপরিবর্তনশীল। খুব দ্রুতই হয়তো মানুষ অন্য কোন চিন্তায় ডাইভার্ট করবে। মানুষের এই চিন্তার বৈচিত্র্যময়তা থেকে স্পষ্ট, জগতে কোন চিন্তা চিরন্তন নয়, কোন বিশ্বাস স্থায়ী নয়, কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অবকাশ নেই। মহাবিশ্বের মহাচিন্তায়, মহাজাগতিক দুনিয়ার মহাপরিক্রমায় আমরা ক্ষুদ্র, অতিক্ষুদ্র। আমাদের এই ক্ষুদ্রতার সীমাবদ্ধতায় আমরা জগতের কোন চূড়ান্ত সত্য কিংবা চূড়ান্ত মিথ্যা নির্ণয় করার সক্ষমতা রাখি না।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।