পোস্টস

কবিতা

মানুষ চিনতে শেখার পর

১০ জুন ২০২৪

ড. উম্মে সালমা মুন্নী

মানুষ চিনতে শেখার পর

 

এখন আমি মানুষ চিনতে শিখছি

আর তাইতো আমি একা হয়ে যাচ্ছি!

হ্যা সত্যিই আমি যে বড় একা হয়ে যাচ্ছি ! 

 

এখন আমি মানুষ চিনতে শিখেছি 

আর তাইতো আর আগের মত হাসতে পারিনা!

হ্যা সত্যিই আমি আর প্রাণ খুলে হাসতে পারছিনা! 

 

এখন আমি মানুষ চিনতে শিখেছি 

আর তাইতো আর আগের মত কাঁদতেও পারিনা!  

হ্যা সত্যিই আমি আর আগের মত প্রান খুলে কাঁদতেও  পারছিনা!  

 

এখন আমি মানুষ চিনতে শিখেছি

আর তাইতো আর কাউকে ভালোবাসতেও পারিনা

হ্যাঁ সত্যিই আমি ভালোবাসার মত কাউকে দেখছিনা

 

এখন আমি মানুষ চিনতে শিখেছি 

আর তাইতো আর বিশ্বাসী কাঁধ খুজে পাচ্ছিনা!

হ্যাঁ সত্যিই বিশ্বাস করার মত কাউকে দেখিনা আমি! 

 

 

দুবছর আগেও যে আমি ছিলাম স্বপ্ন কন্যা 

স্বপ্নের জগতে ভেসে বেড়ানো এক অতি সরল নারী!

সহজে বিশ্বাস করে আপন ভাবা এক বোকা মেয়ে!

সেই আমি মানুষ কতৃক আঘাতে আঘাতে পাথর হয়ে মানুষের মধ্যের আমানুষ গুলো চিনে ফেলেছি! 

এখন তো আর আমি বিশ্বাস করতে পারবোনা! 

কারণ, বিশ্বাস করার মত যে আর কেউ নেই আমার!

মানুষের আড়ালের অমানুষ টাকে চিনে ফেলেছি যে! বিশ্বাস করবো কিভাবে?

বয়সের অভিজ্ঞতায়…আমি তো মানুষের ভিতরের সত্যিটা চিনে ফেলেছি!