Posts

কবিতা

মরু

June 10, 2024

এবিএম রাফি

65
View

ঘুম ভাঙার পর চোখ না খুলেই উত্তর খোঁজার চেষ্টা করছি-
মানবজাতি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়াচ্ছে  সৃষ্টির আদিকাল থেকে-
"কে আমি?কোথায় আছি আমি?যাচ্ছিই বা কোথায়?"

সহসা উত্তর খুঁজে না পেলেও এক তীব্র উষ্ণ অনুভূতি আমায় ছুঁয়ে যায়।
মানব প্রকৃতিবিরুদ্ধ আচরণ ছেড়ে এবার চোখ খুলেই ফেললাম।

বিস্তীর্ণ মরুভূমি!
নিষ্ঠুর সৌন্দর্য মস্তিষ্ককে দ্বিধাগ্রস্ত করে রইলো কিছু মুহূর্ত -
পুলক নাকি ভয়- কোন অনুভূতি তৈরি করবে?

অনুভূতির প্রথম আঘাত সামলে পাশে তাকালাম-
ঘুমিয়ে আছো তুমি।
তোমার আর  সূর্যের মাঝে বাঁধা হয়ে দাঁড়ালাম।
জেগে উঠলে তুমি-
সবিস্ময়ে তাকালে চারিপাশে। 
দৃষ্টি আমার চোখে মিলতেই যেন ভরসা খুঁজে পেলে।

সব সংশয়,দুর্ভাবনা দূরে ঠেলে হাত রাখলাম তোমার বিশ্বস্ত হাতে।
যাত্রা করলাম 'জীবন' নামের এ মরুর পথে,
রুক্ষ এ পথ প্রাণদায়ী হবে -এ আমার দৃঢ় বিশ্বাস।।

#অল্পস্বল্প_কাব্যচর্চার_চেষ্টা

Comments

    Please login to post comment. Login