অথচ আমি শরতের শিউলি ফুলের মতোই
খানিক সময় নিয়ে আসি-ঝরে যাই,
লাল-সাদার গালিচা বিছাই,
যাতে আমাকে মারিয়ে যেতে পারো সহজেই।
তবুও ফিরে আসি নিয়ম করে
ফের নতুন করে শরৎ দেখবো বলে,
নতুন করে ঝরবো বলে।
এই যে আমার লাল-সাদার গালিচা,
খানিক সময় নিয়ে আসা-
দেয়া সৌরভ
আমার ধূসর-ডাল, বিষন্ন চড়ুইদের ভগ্নডালে বসতে দেই,
শুধু তোমার হারানো দিনের গল্প শুনবো বলে
কিংবা স্মৃতিবিভ্রম দিনলিপির জন্য।
হয়তো কোনো এক দিনলিপি শরৎ ছাড়িয়ে যাবে,
শরৎ আসবে-
ফের ভুল করবো,
বিষন্ন চড়ুই গান শোনাবে বলে ভুল করবো,
গিলে খাবে চৈনিক কোনো হাঁস,
তবুও আমি জন্মাবো, লাল-সাদা গালিচার জন্য।
জন্মাবো, শরতের দিনগুলির জন্য।
242
View