Posts

কবিতা

চারুলতা

June 10, 2024

এবিএম রাফি

72
View

ঐ নদীর ধারের কাশফুলের মাঝে তুমি উড়তে প্রজাপতির মতো।
আড়ালে থাকা আমি হারিয়ে যেতাম অন্য এক জগতে।
সেই জগতে শুধুই তুমি, আমি আর কাশফুল-
তোমার মুগ্ধতা কাশফুলে, আর আমার -তোমাতে।

ঐ বটগাছতলায় সইদের সঙ্গে তুমি মেতে উঠতে দুরন্তপনায়। 
আড়ালে থাকা আমি ডুবে থাকতাম কল্পনায়। 
সেই কল্পনায় শুধুই তুমি,আমি আর তোমার উচ্ছ্বলতা-
তোমার ব্যস্ততা উচ্ছ্বলতায় আর আমার -তোমাতে।

ঐ সর্ষেফুলের হলুদের সাম্রাজ্যে খোঁপায় ফুল গুঁজে রাণী সাজতে তুমি।
আড়ালে থাকা আমি সাজাতাম আমার মনের সাম্রাজ্য।
সেই সাম্রাজ্যে শুধুই তুমি,আমি আর সর্ষেফুল-
তোমার দৃষ্টি সর্ষেফুলে আর আমার-তোমাতে।

ঐ বিয়েবাড়ির ব্যস্ততার মাঝে মাথা নীচু করে এককোনে বসে ছিলে তুমি।
ভীড়ের মাঝে মিশে থাকা আমি লড়ছিলাম অশ্রুর সাথে।
কল্পনার জগতে ডুবে থাকতে চাইলাম-
সে জগতটাই ভালো-
সাজানো যায় নিজের খেয়াল -খুশীমতো।।

Comments

    Please login to post comment. Login