পোস্টস

কবিতা

ডায়েরি

১০ জুন ২০২৪

এবিএম রাফি

দেখতে পেলাম- মেঝেতে একটি ডায়েরি পড়ে আছে।

স্বপ্নে; কল্পনায় নাকি বাস্তবে
সে সম্বন্ধে আমি ছিলাম সন্দিহান।
সব সন্দেহকে পাশ কাটিয়ে ডায়েরিটা হাতে তুলে নিলাম।

মলাট উল্টিয়ে প্রথম পৃষ্ঠায় দেখতে পেলাম একটি শব্দ-
'ভালোবাসা'
সাথে কালো কালির জালের মতো কিছু আঁকিবুঁকি। 
সেই মোহনীয় কালো সরলরেখার পিছু নিয়ে আমি অন্য এক জগতে হারিয়ে গেলাম।

প্রথমে কিছু সময় গাঢ় অন্ধকার-
আমি তীব্র গতিতে সামনের দিকে ছুটছি,
অন্ধকারের তীব্রতায়  আমি ঘোরের মধ্যে চলে গেলাম।

কত সময় কাটলো বুঝতে পারলাম না;
একসময় আমি আলোর দেখা পেলাম।
আমি অন্য এক জগতে নিজেকে আবিষ্কার করলাম।
কেউ একজন আমার মস্তিষ্কের ভেতরে বলছে-
'এটা ভালোবাসার জগৎ'।

আমি ঘুরে ঘুরে সেই 'ভালোবাসার জগৎ' দেখতে লাগলাম।

ঠিক সামনেই দেখতে পেলাম-
বসে আছো তুমি-
ভালোবাসা নিয়ে-
আমার অপেক্ষায়।।