পোস্টস

কবিতা

অবলম্বন

১০ জুন ২০২৪

Hassan Sabbir

জানালার ধারে

নারকেল গাছটায়

বাসা বাধা কাকটা,

সময় বেধে ফিরে নীড়ে

জানে না-

প্রতীক্ষায়,

জানালার পাশে বসা ছেলেটা।

মৃত্যুপথযাত্রী ছেলেটা

একমাত্র অবলম্বন, কাকটার

প্রতিদিনকার আসা-যাওয়ার

হিসাব - কষে মনে মনে;

খুবই জটিল অংক

তাই প্রতিদিন, আর একদিন

বাঁচার প্রার্থনা করে!

প্রার্থনা কবুল হয়-

ছেলেটা বেঁচে যায় প্রতিদিনে;

হঠাৎ, একদিন ঝড়ে,

বাসা ভাঙে,

কাকটা হারায় চিরতরে!

এবার যমের পালা

খুশি হয়ে হাসে

অবলম্বন শেষ

নেই আর বাধা, তার কাজে!

কিন্তু, ছেলেটা তাকিয়ে

দূর দিগন্তে -

মনোযোগে,

উড়া পাখি গুণে

পেয়েছে নতুন অবলম্বন

স্বপ্ন নিয়ে বাঁচে!!