পোস্টস

কবিতা

হাট্টিমাটিম

১০ জুন ২০২৪

Shumon Masum

মূল লেখক সংগৃহীত

ছোটদের ছড়া এখনো ভালো লাগে/ যা আমরা বাল্য শিক্ষায় করেছিলাম/ কিছুকিছু কবিতার কোন অর্থ নাই তারপরও সেগুলো আজও অনেক মানুষ পছন্দ করেন/ ফিকশন ফ্যাক্টরিতে আমি যেহেতু নতুন/ আপাতত আমি কোন প্রসঙ্গ পাচ্ছিলাম না/ মনে হয় একটা পোস্ট করে দেখি প্রথম প্রথম/যেহেতু আমার কবিতা লেখার অভ্যাস এখানে হয়তো কবিতাই বেশি আসবে/ এখনো যখন ছড়া পরি তখন/নস্টালজিয়াতে ভুগি/ধন্যবাদ সবাইকে/

তো হাট্টিমাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি/ বেশি বড় না ছড়াটা/ আমার যতটুকু মনে আছে শুধু সেটুকুই মেনশন করলাম/

 

হাট্টিমাটিম টিম/ তারা মাঠে পাড়ে ডিম/ তাদের খাড়া দুটো শিং/ তারা হাট্টিমাটিম টিম/