Posts

পোস্ট

আমার শিক্ষক,আমার গুরু

June 10, 2024

রাজর্ষি কুমার দে

192
View

সবার জীবনেই একজন গুরুর প্রয়োজন রয়েছে।যে গুরু আমাদের জীবনেকে আরো সহজ ও সুন্দর করে গড়ে তুলবে। আমি খুবই ভাগ্যবান যে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে একজন মহান গুরুর সান্নিধ্য লাভ করেছি। তার চিন্তাভাবনা আমাকে খুবই আকৃষ্ট করেছিল। তিনি ক্লাসে তার জীবনের দর্শন তুলে ধরতেন , সেই দর্শন আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে দিয়েছে। গল্পের ছলে তিনি কখন পড়া শেষ করে দিতেন আমরা টের পেতাম না। তিনি আমাদের বিভিন্ন ধরনের বই পড়ার কথা বলতেন। এর মধ্যে অন্যতম একটি বই ছিল আহমেদ ছফার ' যদ্যপি আমার গুরু ।' এই বইটি পড়ে আমি আহমেদ ছফার গুরু আব্দুর রাজ্জাক সম্বন্ধে জানতে পারি। আমার শিক্ষকের মধ্যে আমি যেন সেই আব্দুর রাজ্জাকেই দেখতে পাই। আমাদের মনে রাখতে হবে তিনিই প্রকৃত শিক্ষক, যিনি তোমাকে শুধু বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে তোমাকে বিভিন্ন জিনিস সম্পর্কে ভাবতে শিখাবে,নতুন করে চিন্তা করতে শিখাবে।জীবনে এমন একজন মহান গুরুর খুব প্রয়োজন,খুব।

Comments

    Please login to post comment. Login