পোস্টস

কবিতা

অন্ধ চোখ

১০ জুন ২০২৪

শাফি আল কানন

একটা করুণ অবস্থার মুখোমুখি দাড়িয়ে আমি ভাষা হারিয়ে ফেলি, নির্বাক চেয়ে থাকি, থমকে দাঁড়াই আহত আমার সম্মুখে।

 

যেহেতু আমাদের এই দেখাদেখি, বোঝাবুঝি, কেবল একটা নির্দিষ্ট সময় অব্দি সেহেতু আমাদের আর না দেখা হওয়াই ভালো, আর কথা না বলাই ভালো। যেভাবে চৌরাস্তায় এসে রাস্তারা আলাদা হয়ে যায় 

ঠিক তেমনি করে আমাদের রাস্তাও আলাদা হোক।


এই অন্ধ পৃথিবীতে চোখ থাকা অর্থহীন।

অতএব তুমি চোখ সরিয়ে ফেলো আমার চোখ থেকে, আমি আর পারবনা তাকাতে তোমার ওই অন্ধ চোখে।