২০২৩ সালের এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এছাড়া নবীন সাহিত্য শ্রেণিতে মাহবুব ময়ূখ রিশাদকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিজয়ী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ইমদাদুল হক মিলনকে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
অপরদিকে মাহবুব ময়ূখ রিশাদ 'রাইরিন্তার শেষ উপহার' গল্পগ্রন্থের জন্য এই পুরস্কার পান। তিনি পেয়েছেন ১ লাখ টাকা।
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ স্মরণে ২০১৫ সালে এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক অন্যদিন এই পুরস্কার প্রবর্তন করে। দেশের প্রবীণ এবং নবীন কথাসাহিত্যিকদের অনুপ্রাণিত করতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। গত বছর এটি পেয়েছিলেন আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম।