Posts

গল্প

ভালোবাসার ছন্দপতন (Premium)

June 10, 2024

পার্থসারথি

0
sold
মহুয়া এমন জবাবের জন্য প্রস্তুত ছিল না। অন্ততঃপক্ষে এ'টুকু আশা ছিল, সুদীপ্ত ভালোবাসার বীজকে নতুনভাবে রোপনের কথা বলবে। মহুয়ার ভেতর জগত হঠাৎ জমাটবাঁধা পাথরের মতো ঘনীভূত এবং শক্ত হয়। নিঃশঙ্খচিত্তে নিজেই ভেতর ভেতর ঘোষণা করল, সুদীপ্তর সাথে বীজকাহিনীর সমাপ্তি এখানেই ঘটুক। এই কথা তো আর এক বেলাতেই সহজে বলা যায় না ; এক সমুদ্র দুঃখ বুকের ভেতর বাসা বেঁধেছে। তারপর মহুয়া নিজেই নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে, পুরো পৃথিবীটাই মায়া আর কায়া। মায়া করলেই মায়া নয়তো সম্পূ্র্ণই কায়া।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login