Posts

নিউজ

গাজার প্রতি সংহতি জানিয়েছেন শতাধিক খ্যাতিমান সাহিত্য অনুবাদক

November 15, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image

বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা চলছে। বিশ্বজুড়ে বিবেকবান মানুষ বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন। ভারতীয় বংশোদ্ভূত কানাডার জনপ্রিয় কবি রুপি কাউর গাজার হত্যাকাণ্ডের প্রতিবাদে হোয়াইট হাউজের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শতাধিক সাহিত্য অনুবাদক গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন।   

রুশ অনুবাদক আনা গুনিন এবং মার্কিন লেখক-অনুবাদক মায়া ছাবরার উদ্যোগে এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বিজয়ী জেনিফার ক্রফট, ডেইজি রকওয়েল এবং ডেবোরা স্মিথ। এছাড়া সুসান বার্নফস্কি এবং আন্তোনিয়া লয়েড জোনসসহ শতাধিক সাহিত্য অনুবাদকের একটি দল এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা গাজায় যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। 

আন্তর্জাতিক এই সংঘাতের মুহুর্তে অনুবাদকদের ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে এই বিবৃতিতে। অনুবাদকরা জানিয়েছেন, ২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ থাকা সত্ত্বেও গাজার লেখকদের সঙ্গে তাদের সংযোগ ছিল। কিন্তু যুদ্ধের কারণে এখন তা বন্ধ হয়ে গেছে।    

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা ইসরায়েল বা মিশরের পারমিট ছাড়া গাজা থেকে বের হতে পারে না। এই ছিটমহলের আকাশ এবং সমুদ্র উভয়ই ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত। তবুও গাজার লেখকরা তাদের সঙ্গে কী ঘটছে তা বিশ্বকে জানানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। কখনও কখনও তাদের কথা আমাদের কাছে পৌঁছানোর কয়েক দিন বা সপ্তাহ পরেই তাদের হত্যা করা হয়।'  

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই শিশু। নিহতদের এই সংখ্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হত্যাকাণ্ডের মুখোমুখি হয়ে, নিম্নস্বাক্ষরকারী সাহিত্য অনুবাদকরা ফিলিস্তিনি নাগরিকদের জীবনের অবমূল্যায়নের বিরোধিতা করতে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে নৈতিকভাবে বাধ্য হচ্ছেন।'  

বিবৃতিতে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘গাজায় হামাসের কথা বলে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। তবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর হামাস নিয়ন্ত্রিত নয়। অথচ এই অঞ্চলে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।' 

এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য অনুবাদকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া গাজার অবরোধ তুলে নেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং জিম্মিদের মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে।

সূত্র: লিটহাব 

 

 

 



 

 

Comments

    Please login to post comment. Login