পোস্টস

কবিতা

অলিক ভাবনা

১০ জুন ২০২৪

আহমদ সাইফ

মূল লেখক আহমদ সাইফ

অলিক ভাবনা আহমদ সাইফ হয়তোবা ঘূর্ণি হয়ে ভেসে যায় নির্মম নিয়তির স্রোতে কোন এক- স্রোতহীন নদীর মায়ায়! স্বপ্নিল আলোক ফোঁটায় আমি এক নবজন্মের প্রত্যাশার চাদরে জড়িয়ে গেছি, তলিয়ে গেছি জীবন ভেলায়। অলিক ভাবনা খোলস পাল্টানোর আগেই পালিয়ে যায় জোয়ার-ভাটা। বুঝিনি বলেই সম্মুখযুদ্ধে অপ্রস্তুত আত্মত্যাগ! পরাস্ত নই পরাবাস্তব জীবনবোধের চরকায় সুতা কেটে নির্মাণ করি সময়ের ক্যানভাস। তোমাকে নির্মাণ করেই যদি উন্মোচিত হয় আজন্ম ইতিহাস... তবে তুমি বলে কিছু নেই- কেউ নেই!