(মাটির মানুষ)
এস.এ
তুমি কি মাটি চিন?
নাকি ভুলে গেছ তার স্পর্শ!
সেই কবে তোমার দু পা মারিয়েছে সবুজ ঘাসের গালিচা?
মনে কি পরে তোমার?
এই শহুরে জীবনে ইট পাথরের চাদরে
ধূসর হয়ে গেছে সব,সবুজ হারিয়ে !
তৃষ্ণার্ত মাটির ঐ মেঘের আর্তনাদ -
করতো যে সবুজ বৃক্ষরাজি,সে আজ হারায়েছে !
ঐ খানে আজ ইট পাথরের নিপুণ গাঁথুনি!
তোমরা আর মাটির এ বিচ্ছেদ
যেন কতো দিবস রজনী !
এক দিন তো ফিরবে ঐ মাটির কাছে
তার থেকে যত দূরেই যাও না তুমি।
আসমানে মেঘ নেই,মাটিতে জল নেই!
তোমরা বাড়িতে সবুজ বৃক্ষরাজি নেই!
ঐ হৃদয় তোমার সবুজ হারা, মাটির গন্ধ হারা,
আর হয়ে উঠা হলোনা মাটির মানুষ খানি!