মধ্য রাতে
. ..... স্বপন বিশ্বাস
অন্তহীন ভালোবাসার সাগরে ডুবে
চাদের জোছনায় স্নাত তুমি
স্বপ্নের জাল শিকারি আমি
আজন্ম নিদ্রা হীন।
আলোক রশ্মির বিপরীত ছায়ায়
রাজপুত্রের জলসায় তুমি।
মদের গ্লাস মুখে আমি ও তখন
সুন্দরী পল্লীর আঙ্গিনায়-
নুপুরের শব্দ মালায় দেখি
জোসনায় ভেজা তোমার অবয়ব।
মধ্য রাতের জলসা শেষে
ফুল শয্যায় তুমি
নর্দমার গন্ধ পথে আমি
নরকের ঠিকানায়।
১৪/৩/২৪
This is a premium post.