পোস্টস

কবিতা

গোলাম জাতি

১০ জুন ২০২৪

জুবাইদ হাসান

বাংলাদেশে জন্ম নিছো কাদঁতে তোমায় হবে
আমরা হলাম গোলাম জাতি 
ভুল্লে কি তা হবে,,,
রক্তে আমার গোলাম লিখা 
মুছলে কি তা যাবে
গোলাম ছিলাম গোলাম তাকবো 
গোলামী মোদের ধর্ম
যে জাতি তার রক্ত দিয়ে গোলামী আনে কিনে
সে জাতিকে গোলাম বলবোনা গোলাম বলবো কাকে
বাংলাদেশে জন্ম নিছো কাদঁতে তোমায় হবে
গোলাম চিলা গোলাম তাকবা গোলামি করতে হবে
মুক্তির আসাই যুদ্ধ করলাম গোলামি ছারবো বলে
ভূলে গেলাম রক্তে আমার গোলামী রয়ে গেছে
পাককে আমরা ডির্ভোস দিলাম নতুন করলাম বিয়ে 
নতুন বউয়ে গোলামি করাই বাপের বাড়ি বসে
বুলে গেছিলাম রক্তে আমার গোলামী রয়ে গেছে 
নতুন বউকে ডির্ভোস দিবো এ কথা আমি ভাবি 
তলে তলে খবর পাই ভাবি নিয়ে মহা খুশি আমার ভাই জনি
এখন আমি কি করিবো চিন্তায় গুরে মাথা
আগের পেশায় পিরে গেলাম
গোলামী মোর পেশা,গোলামী মোর নেশা
বাংলাদেশে জন্ম নিছো কাদঁতে তোমায় হবে
আমরা হলাম গোলাম জাতি
ভুল্লে কি তা হবে,,,