পোস্টস

কবিতা

পাশের বাড়ির ভাবি (প্রিমিয়াম)

১০ জুন ২০২৪

shahidul haque

(রম্য ও রসের ছড়া)

পাশের বাড়ির ভাবি
খোন্দকার শাহিদুল হক

পাশের বাড়ির রাঙ্গা ভাবির
নামটা যেন কী?
হাজার কাজের ব্যস্ততাতে
ভুলেই গিয়েছি।

কদিন ধরে পূব জানালায়
দেখছি না আর তাকে
কোথায় গেল কেমন আছে
প্রশ্ন করি কাকে?
কপাল জুড়ে সবুজ টিপের
তীব্র আকর্ষণে
হলেও ক্ষতি দেখার প্রতি
ইচ্ছে জাগে মনে।
নীল শাড়িটা পরলে তাকে
দেখায় অপরূপা
চুল ছেড়ে দেয় পিঠের উপর
তাও বাঁধে না খোঁপা।

গুনগুনিয়ে গান করে সে
কন্ঠ অনেক মিষ্টি
বারণ করি শাসন করি
তাও ছুটে যায় দৃষ্টি।

মধ্যে কদিন আসতো বাসায়
কেমন আছি জানতে
ভুল হতো না রান্না করে
সঙ্গে কিছু আনতে।

ভাবির হাতের রান্না খেলে
হতেই হবে তৃপ্তি
হাসির সাথে মুক্তা ঝরে
ছড়ায় মনে দীপ্তি।
সেই ভাবিকে আর দেখি না
বুকটা পুড়ে ছাই
মনটা আমার পূব জানালায়
ঝুলছে বুঝি তাই।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।