আজ পূর্নিমার চাঁদ শহরটা পুড়িয়ে ছাই করে দিয়েছে।
ধ্বংস হয়েছে বদ্ধ ঘরের অপ্রয়োজনীয় কেরোসিনে জ্বালা প্রদীপ। টেবিল ভর্তি সার্কাজমের অপ্রকাশিত পাতা।
প্রেমে মাতাল যুবকের অপলক দৃষ্টি ভরা চোখে রাস্তায় আলো ছাড়া ল্যাম্পপোস্টগুলোও।
রাত জাগা প্রহরীর নিঃশ্বাসের সুরে ভেসে আসা হুইসেলটিও বোধহয় আজ ছারখার হয়ে যাবে।
কান পেতে শোনা যায় পূর্নিমার জ্বালাময়ী আলোয় শহরের বুকে অবুঝ দালানগুলোর আর্তনাদ।
তবে আশ্চর্যের ব্যাপার, নাকের ডগায় ভেসেছে আসা গন্ধরাজের যৌবনের ঘ্রানে মাতাল হয়েছে মন, আচ্ছা গন্ধরাজেও বুঝি নেশা হয়!