Posts

সত্তাশ্রয়ী

আকসাকাল (সাদা দাড়িওয়ালা): প্রাচীন তুর্কি গুপ্তসংঘের রোমাঞ্চকর আদ্যোপান্ত! (Premium)

June 10, 2024

Md. Mizanur Rahman

0
sold
দিগন্ত বিস্তৃত স্তেপ তৃণভূমি। পাশেই নীল আকাশের পানে হাত বাড়ানো পাহাড়ের চূড়ায় বরফ জমতে শুরু করেছে। শুভ্র পাহাড়ের দেশ থেকে হু হু করে মৃদুমন্দো বাতাসের তোড়ে ভেসে আসছে শীত। গাছপালা তেমন নেই, যা আছে তা বন্য ঝোপঝাড়, লতাগুল্ম আর ঘাসে মোড়ানো। উঁচু-নীচু ভূমির কোথাও সরু পাহাড়ি নদীর কাছে ঢালু, কোথাও বা সমতল। মাঝেমাঝে দেখা মিলছে ছোট্ট-গোলগাল টিলা। এদের গা বেয়ে শীতের আমেজ দ্রুতই প্রকট হয়ে উঠছে এখানে। এখানকার শীত ভয়ংকর-হীম। গ্রীষ্মের মাঝামাঝিতেও পাহাড়গুলোর বরফ গলে না।

বসতি বদলের এটিই উপযুক্ত সময়। যাযাবর তুর্কি গোত্রগুলোর প্রতি বছরের নিয়ম। গ্রীষ্মে ককেশাস, শীতে ওটোকান ও আরাল ভ্যালি। বসতি প্রধান আধোডুবো রক্তিম সূর্যটার পানে তাকান। গভীর ভাবনা ভেসে বেড়ায় তার মনে, আঁকিবুঁকি কাটে নানান উৎকণ্ঠা! কেননা, রাষ্ট্রহীন তুর্কি বে-রা জানে, নিয়তির উপরে ভর করে আর বেশিদিন টিকা যাবে না। শীঘ্রই খুঁজতে হবে স্থায়ী ভূমি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login