ওদেরকে দেখেই মনে হচ্ছিল ওরা মানুষ নয়, জানোয়ারসদৃশ প্রাণী। অতি সন্তর্পণে বিরতিহীনভাবে সয়ংক্রিয় যন্ত্রের মতো কাজ করে যাচ্ছিল তারা। ওদের চোখগুলোও ছিল ভয়ংকর কুৎসিত। সত্যি বলতে কী, ওই চোখগুলো দেখে মনে হচ্ছিল মরা মানুষের কোটরাগত চোখ। অন্ধ নয়, অথচ কোনো দিকে তাকাচ্ছেও না– দৃষ্টিহীন, নিষ্প্রভ, নিষ্প্রাণ।
লেখা শেষে কিছুক্ষণের জন্য থমকে যান সিব্রুক। তার মনে হলো, এতদিন তিনি যা শুনেছিলেন হাইতির জম্বি সম্পর্কে, তার সবটুকুই সত্যি। তবে, এর আসল রহস্য বেরিয়ে আসে...