Posts

পোস্ট

আমি ভালবাসি তোমায় শুধু এইটুকু জানি

December 1, 2023

ফাইয়াজ ইসলাম ফাহিম

172
View
আমি ভালবাসি তোমায়
শুধু এইটুকু জানি,
আমি আর কিছু জানতে চাই না
তুমি খ্রিষ্টান হও
মুসলিম হও
সনাতনী বালিকা হও
বুদ্ধদেব অনুগত হও
আমার কোন সমস্যা নেই তাতে।

আমি ভালবাসি তোমায়
শুধু এইটুকু জানি।
তুমি গরীব হও
তুমি ধনী হও
তুমি কালো হও
তুমি ধবল হও
আমার কোন সমস্যা নেই তাতে।

আমি ভালবাসি তোমায় 
শুধু এইটুকু জানি,
তুমি নষ্টা হও
তুমি পথভ্রষ্টা হও
তুমি নাস্তিক হও
আর যাই হও
আমার কোন সমস্যা নেই তাতে
আমি ভালবাসি তোমায়
শুধু এইটুকু জানি.....


Comments

    Please login to post comment. Login