পোস্টস

কবিতা

উপলব্ধি

১০ জুন ২০২৪

Shumon Masum

মূল লেখক সুমন মাসুম

উপলব্ধি

 

আমার উপলব্ধিটা পরিষ্কারই ছিল/ 

তাতে কোন দ্বিধা ছিল না/ এই মেঘলা দিনও জানে/

মানুষ বলে কেউ কারো কথা ভাবলে/ সেও তার কথা ভাবে/

বহুদিন পর এক চেনা উপলব্ধি/ সেটা কার হতে পারে? তোমার/ না তোমার ভালোবাসার?

মানুষ আজকাল এত ভালোবাসে না/ সবাই বলে ভালোবাসায় আজকাল স্বার্থ থাকে/

স্বার্থ ছাড়া কিছু ভালো লাগে নাকি/ স্বার্থ ছাড়া কেউ সুখী হয় নাকি?

বহুদিন পর সেই অনুভূতি/ কেমন পরিচিত/ কেমন পরিচিত নদীর মত/

 অনেক স্বচ্ছ/তাতে কোন স্বার্থ ছিল না/

বহুদিন পর এক পরিচিত উপলব্ধি/ভালোলাগা ভালোলাগা কেমন/

সকাল বিকেল সন্ধ্যে ভালোলাগার/ভালোলাগার কোন দূরের ফুলটা/

নতুন এক উপলব্ধি/সেই পরিচিত ফুলটারই বা/এক স্বার্থ ছাড়া অনুভূতি/

এক পবিত্র উপলব্ধি/বহু আগের কোন চেনার