কারো সাথে দীর্ঘ দিন ভালো সম্পর্ক থাকার পর (হোক সেটা ফ্রেন্ডশিপ,রিলেশনশিপ কিংবা রিলেটিভস্) হঠাৎ কোনো কারনে যখন সেটা নষ্ট হয়ে যায় তখন আমাদের একটা সহজাত প্রবৃত্তি হলো বিপরীত পাশের মানুষটাকে খারাপ ভাবতে শুরু করা,মানুষটার সব ভালো গুনগুলো ভুলে তার খারাপ গুনগুলোকে হাইলাইটস করতে থাকা।তার সাথে কাটানো সুন্দর মুহুর্তগুলো,তার সাথে শেয়ার করা সব অভিজ্ঞতাগুলো,তার ছোটো ছোটো সব স্মৃতিগুলো ভুলে গিয়ে শুধু সম্পর্ক নষ্ট হওয়ার সেই স্পেসিফিক কারনটাই বারবার ভাবতে থাকা।আর শুধু একটা অভিযোগই করা "মানুষ চিনতে ভুল করছি,মানুষ টা ফেইক ছিলো।"
না! আপনার সাথে দুরত্ব সৃষ্টি হয়ে যাওয়া সেই বন্ধু,প্রিয়মানুষ কিংবা আত্নীয়ের সাথে আপনার শেয়ার করা মুহুর্তগুলো,ছোটো ছোটো সব হাসিমাখা স্মৃতিগুলো মিথ্যে হতে পারে না,আপনাদের মাঝে একসময় যে বোঝাপড়া ছিলো সেটা মিথ্যে হতে পারে না।কারন, দুজন মানুষের মাঝে সখ্যতা,ভালো সম্পর্ক বা আন্ডার্স্ট্যান্ডিং গভীর আন্তরিকতা আর স্নেহের কারনেই তৈরি হয়,এখানে নিঃসন্দেহে অনেক মায়া জড়ানো থাকে।গভীর মানসিক বন্ধন থেকেই ভালো সম্পর্ক টা হয়ে ওঠে।শুধুমাত্র মানুষটা পরিবর্তন হয়ে গেলেই তার এই মায়া এই অনুভুতিগুলো মিথ্যে হয়ে যাবে এমনটা ভাবা অনুচিত।মানুষ পরিবর্তনশীল তবে পরিবর্তন হয়ে যাওয়ার মানেই এই না যে মানুষটার আগের সবকিছুই অভিনয় ছিলো,কিংবা মানুষটা ফেইক ছিলো,সবসময় এমনটা না ভেবে শুধু মানুষটার সাথে কাটানো সুন্দর মুহুর্তগুলোকেই মনে রাখা উচিত।তাহলেই হয়তো মানুষটার প্রতি শ্রদ্ধাবোধ আজীবন টিকে থাকবে।
উৎসর্গ- আগন্তুক থেকে ক্লোজ হয়ে আবার আগন্তুক হয়ে যাওয়া সেসব মানুষদের প্রতি।
My Facebook Profile -