মাসিক পত্রিকা কালি ও কলমের তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩ এর জন্য বই আহ্বান করা হয়েছে। আইএফআইসি ব্যাংক নিবেদিত এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার।
৫টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো:
৫টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো:
১. কবিতা
২. কথাসাহিত্য
৩. প্রবন্ধ ও গবেষণা
৪. মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য ও গবেষণা
৫. শিশু-কিশোর সাহিত্য।
প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে ২ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে।
বই জমা দেওয়ার নিয়ম:
১. ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত সময়ে প্রকাশিত মৌলিক গ্রন্থগুলোর প্রথম সংস্করণ।
২. লেখককে ১৮ থেকে ৪০ বছর বয়সি বাংলাদেশি নাগরিক হতে হবে।
৩. বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও অংশগ্রহণ করতে পারবেন।
৪. বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের ফটোকপি বইয়ের সঙ্গে পাঠাতে হবে।
৫. বইয়ের সঙ্গে লেখককে একটি ঘোষণাপত্র দিতে হবে। সেখানে উল্লেখ থাকবে ‘বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্য প্রেরণ করা হলো’।
১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে কালি ও কলম দফতরে পাঁচ কপি বই ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। ডাকযোগে পাঠালে খামের ওপর অবশ্যই ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ লিখতে হবে। সপ্তাহের যে কোনো দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে কালি ও কলম দফতরে সরাসরি বই জমা দেওয়া যাবে। চূড়ান্ত বাছাই শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে।
বই পাঠানোর ঠিকানা:
কালি ও কলম, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ১৬ (পুরাতন ২৭), শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা ১২০৯।