Posts

চিন্তা

তুলনাহীনা

June 10, 2024

হৃদয় হাসান

73
View

আমার মা।
আমার মা অত আধুনিক আর শিক্ষিত না,
আমার মায়ের কোনো ফেসবুক আইডিও নাই,
ইংরেজি বড় বড় শব্দগুলোর অর্থও আমার মায়ে জানে না।
আমার মায়ে এখনো বিশ্বাস করে ফ্যান জোরে ঘুরলে
বিদ্যুৎ বিল বেশি আসে, 
আমার মায়ে সাউণ্ড বক্স নষ্ট হওয়ার ভয়ে 
বেশি সাউন্ডে টিভি চালাইতে দেয় না। 
আমার মায়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সম্পর্কে জানে না।
আমার মায়ে বিশ্ব রাজনীতির খবর রাখে না,
মার্ক্স,লেনিন,এঞ্জেলস কে আমার মায়ে চিনে না।
আমার মায়ে পুঁজিবাদ, সামন্তবাদ,সমাজতন্র বুঝে না।
বীজগণিত,পাটিগণিত এর অংকগুলোও 
আমার মায়ে করতে পারে না।
এত কিছু না পাইরা,না কইরা,না জাইনাও 
আমার কাছে আমার মায়ে
পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক,
পৃথিবীর শ্রেষ্ঠ শাসক,
পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক,
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ,
আমার মায়ে জানে কিভাবে নিজের ছেলেমেয়েরে 
আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়,
আমার মায়ে জানে কিভাবে খুব যত্ন কইরা 
কাছের মানুষজনরে ভালোবাসতে হয়,
আমার মায়ে জানে কিভাবে তর্ক না কইরা চুপ থাকতে হয়,
আমার মায়ে জানে কিভাবে লাভ -ক্ষতির জটিল অংক করোন ছাড়াই
আরেকজনের লাইগা হৃদয় উজাড় কইরা দিতে হয়।
আমার মায়ে জানে কিভাবে অল্পতেই তুষ্ট থাকতে হয়।
আমার মায়ে জানে টানাপোড়েন এর সময়
কিভাবে সংসারটাকে আলগায়ে রাখতে হয়।
আমার মায়ে সুখের অত বড় আর কঠিন ডেফিনিশন খুঁজতে যায় না।
আমার মায়ের কাছে সুখ মানেই ছেলের সফলতা,
মেয়ের মুখে হাসি,স্বামীর সুস্থতা।
আমার মায়ের কাছে সুখ মানেই 
সারাদিন ঘরের কাজে নিজেকে ব্যাস্ত রাখা,
আমার মায়ের কাছে সুখ মানেই খিদে থাকা স্বত্বেও
আমি খাই না বলে নিজের ভাগের মাছটা সন্তানকে দিয়ে দেওয়া।
আমার মা পৃথীবির শ্রেষ্ঠ মা, 
আমার মায়ের বিশেষনে মহীয়সী বড়ই তুচ্ছ শব্দ, 
মা'কে সুপার ওমেন বললেও হয়তো কম হয়ে যাবে।
তোমায় ভালবাসি মা।❤

Comments

    Please login to post comment. Login