ফেব্রুয়ারির মাঝামাঝি, শীত যাই যাই করছে। মাঝরাতের দিকে বেশ একটু ঠান্ডা পড়ে।
চাদরটা একটু জড়িয়ে গুটিসুটি মেরে বসলাম। বাংলাদেশ রেলওয়ের বিপন্ন দশা এইসব থার্ড ক্লাস বগিতে না উঠলে বোঝা যায় না। জানালা লাগানোর কোন উপায় নাই। কামরার শেষ কোণে একটা মাত্র উলঙ্গ বাল্ব তাও ট্রেনের ঝাঁকুনির তালে জ্বলছে নিভছে।