অতি যত্নে রাখা ফুলগুলোও একদিন শুকিয়ে যায়,
আবেদন হারিয়ে শুকনো ফেলনা হয়ে পড়ে থাকে ঘরের এক কোনে।
ধুলো জমে পুরোনো কবিতার খাতায়,
যে কবিতার প্রতিটি পঙক্তিই একসময় স্বপ্ন দেখাতো
সোনালী এক জীবনের৷
এরপর বিষাদ বাড়ে,
যুদ্ধ কিংবা মহাযুদ্ধ লেগে যায় চিন্তায়,
জীবনের রঙ কমে সাদাকালোয় ভরে উঠে চারদিক।
শুধু এক অদৃশ্য শক্তি উঁকি দিয়ে বলতে থাকে-
"এইতো শুরু,এইতো শুরু"।
206
View