আমি অবসরে আছি
এবার তোমরা বল
দ্রোহের কথা
বিদ্রোহের কথা।
তোমরা বল অনাচার অবিচার অবহেলার কথা
আমি অবসরে আছি
নতুনের কথা বল
আবর্জনা ছুড়ে ফেল- ডাস্টবিনে
কি বল শহরে ডাস্টবিন নেই
সবুজ নেই, নির্মলতা নেই?
বায়ু দূষণের মতো দূষণ ছড়িয়েছে মনে
মানুষের জীবন নিরাপত্তাহীন
মশার কাছে
রাস্তার গাড়ির কাছে
ঝুলে থাকা বাদুরের কাছে।
আমি আর এসব বলতে পারব না
এই মিছিলে আমি আর নেই
আমি অবসরে আছি
তেমনি বাঁচি
যেমন বাঁচে ইট বাটার কাছে একটি গ্রাম।
আমাকে আর ডেকো না
আমি বন্দুকের গুলি দেখেছি
লাশের মিছিল দেখেছি
নদীর মরে যাওয়া দেখেছি
সর্বভুক প্রাণী দেখেছি
হিংসুক দেখেছি, হৃদয়ের ঘাতক দেখেছি
আমাকে আর ডেকো না
আমি অবসরে আছি
সৈরাচার, খুনি, যুদ্ধবাজ
মানবতা হত্যাকারী
শিশু হত্যাকারী
বাস্তুহারা মানুষের ঢল দেখেছি
আমায় ডেকো না
আমি অবসরে আছি।
148
View