Posts

কবিতা

নির্বাকের হেলা

June 10, 2024

তুষার আহমেদ মূসা

17
View

অবহেলার করিডোরে বন্ধি,বের না হওয়ার অভিলাস,
না পারি না করি,স্বভাবতই হেলমনা,তাতে কি আসে যায়;
সময়তো কোনো না কোনো ভাবে চলে যায়,
এই ভাবনাতে চলে নির্বাক, না মেনে সব দিক।

প্রয়োজনের চেয়েও বড় এই নির্বিকের সুখ
বলবে না সে কোনোভাবে নিজের যত দুখ
ভাবে শুধু অপ্রয়োজনীয় দুর্ভাগা এই মুখ,
কি হবে খুঁজে এতো জীবন খন্ডের সুখ-দুঃখ!

দু-দিনের এই রাজত্বে,মাটির উপর খেলা,
প্রাণের ময়না চলে গেলে এই দেহখানিই মাটির ময়লা। 
এই ভাবনাতে চলে নির্বাক,না বলে সব কথা। 
অবহেলায় চলে সে, না করে আবদার জ্বালা"!

খোদার এই দুনিয়াতে কেহ মরে না ভাতে
দু-বেলা অন্ন জোগাড় হয় কোনো না কোনো মতে!
এই বিশ্বাসে চলে সে,পিছনের যা অনর্তক। 
না শুনে সব যুক্তিতর্ক,নিজের নীতিই স্বার্থক;

না মেনে সব ব্যাখ্যা,নির্বাক বলে প্রয়োজন শুধু বাস্তব শিক্ষা।
এই শিক্ষাকে দিয়ে দীক্ষা, কি হবে নিয়ে উচ্চ শিক্ষা।

নির্বাক বলে,এভাবে আর চলবে কত ?
সত্যের অস্বীকারে  মিথ্যার আশ্রয়।


হওনা নিজের আলোই,করিয়া বিলাসী দূর ;
তবেই শান্তি,যবে জগতের তাহারা না চাই!

Comments

    Please login to post comment. Login