Posts

পোস্ট

কেমন আছো?

June 10, 2024

সিদরাতুল মুনতাহা অরনী

148
View

তোমার আমাকে লেখা চিঠিগুলো  তুলে রেখেছি অনেক সযত্নে। তুমি বলেছিলে সেকেলে ভালোবাসার মতো করে যেনো আমাদের ভালোবাসা গড়ে উঠুক।তুমি আমাকে তাই চিঠি দিতে।তবে আমাকে দেওয়া তোমার প্রথম চিঠির মুনা, মাঝের চিঠিতে আমাকে অপেক্ষারতা নীলা আর শেষ চিঠিতে  একা করে চলে যাওয়া অবনীকে আমি দেখতে পাই। তুমি জানতে  হুমায়ুন আহমেদের লেখা আমার খুব প্রিয়। তাই তোমার চিঠিগুলোতে তুমি আমাকে তাঁর লেখার মতো করে ভালোবাসা প্রকাশ করতে। আমি কিন্তু তোমার কাছ থেকে ওমন চেয়েছিলাম না কখনোই। আমি কখনোই চাইতাম না যে তোমার আমাকে ইম্প্রেস করতেই হবে৷ তোমার শেষ চিঠিতে আমাকে বলা immature,selfish কথাগুলো খুব আঘাত দিয়েছিলো। তুমি তো জানতে আমি immature। তুমি বলেছিলো আমার অবুঝ ভাবটাই তোমাকে বেশি আকৃষ্ট করে। আমি তোমাকে আমার করে নিতে চেয়েছিলাম। তোমার ২৪ ঘন্টার ২ ঘন্টা সময়টুকু শুধু আমাকে দিতে বলেছিলাম। এটাই কি আমার selfishness ছিলো? কেমন আছো এখন?  সুখে কি আছো?

Comments

    Please login to post comment. Login