Posts

নিউজ

৫ হাজার টাকায় বইয়ের কপিরাইট বিক্রি করবেন নির্মলেন্দু গুণ

December 7, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image
230
View
মাত্র ৫ হাজার টাকায় নিজের লেখা বেশ কিছু কবিতা এবং গদ্যের বইয়ের কপিরাইট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন। 

একুশে পদক পাওয়া ৭৮ বছর বয়সী এই কবি লিখেছেন, ‘আমি আমার রচিত ৩-৪-৫ ফর্মার গ্রন্থগুলির ( কবিতা এবং গদ্য রচনাসহ) কপিরাইট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি গ্রন্থ মাত্র ৫০০০ ( পাঁচ হাজার) টাকায় প্রকাশকরা চিরকালের জন্য কিনে নিতে পারবেন। আগ্রহী প্রকাশকগণ চলতি ডিসেম্বর মাসের মধ্যে যোগাযোগ করুন।' 

এত স্বল্পমূল্যে কেন বইয়ের কপিরাইট বিক্রি করছেন এই বিষয়ে কমেন্ট সেকশনে কেউ কেউ মন্তব্য করেছেন। তবে জবাবে কবি জানিয়েছেন, কম টাকাতেও তো খুব একটা সাড়া পাচ্ছেন না তিনি।

নির্মলেন্দু গুণ বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন কবি। তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পদক পান। এছাড়াও ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।  

Comments

    Please login to post comment. Login